রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে পরিচিতি সভার। মমতাজ উদ্দীন কলাভবনের সামনে বন্ধুসভা চত্বরে বিকেল চারটায় সমাগম হতে থাকে বন্ধুসভার বন্ধুদের।রাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় ও বর্তমান সভাপতির সভাপতিত্বে আলোচনা সভা এগিয়ে চলে। আলোচনা সভার মধ্যে গঠনতন্ত্র পাঠ, শপথ পাঠ এবং চলতি বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।নতুন কমিটি ও সদস্যদের নিয়ে সাজানো হয় দিনটি। কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও বন্ধুসভা নিয়ে তাঁদের ইচ্ছা ও পরিকল্পনা কী হবে, সেসব বিষয় উঠে আসে।কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন বাংলা বিভাগের শিক্ষার্থী ইফরাদা জান্নাতি আঁচল এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ী হন ফোকলোর বিভাগের শিক্ষার্থী বৃষ্টি খাতুন ও জুয়েল আহমেদ। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে