বৃষ্টি নামুক বুকে

সব বাগানেই ফুল কি ফোটে বলো
সব নদী কি ঢেউ টলমল হয়,
সব ব্যথা কি সইতে পারে মন
যতই হৃদয় হোক না হিমালয়।

গোলাপ যতই নয়ন জুড়াক তবুও
তার অধরেও লুকিয়ে থাকে কাঁটা,
শান্ত নদীর ক্লান্ত বুকের মাঝেও
লুকিয়ে থাকে জোয়ারভাটা। 

আকাশজুড়ে কখনো মেঘ থাকে
কখনো-বা কাঠফাটা রোদ্দুর,
মন কখনো একলা পাখির ডাকে
হারিয়ে ফেলে সুখের সমুদ্দুর।

আকাশ ভেঙে বৃষ্টি যখন নামে
অঝোর ধারায় সবুজ পাতা ছুঁয়ে,
এক পশলা বৃষ্টি নামুক বুকে
নির্মল হই হৃদয়খানি ধুয়ে।