দাও ছড়িয়ে ভালোবাসা

চাই না বাড়ি টাকা কড়ি
একটু খাবার চাই;
ক্ষুধার জ্বালা বড় জ্বালা
আমরা যে টের পাই।

তোমরা যারা ধনী মানুষ
অভাব মোটেও নাই;
একটু খাবার দাও না পাতে
সবাই তো ভাই ভাই।

একটু আদর উষ্ণ ছোঁয়া
দাও বুলিয়ে হাত;
যাক মুছে যাক দুঃখ ব্যথা
সকল অশ্রুপাত।

তোমার পরশ পেলে পাবে
সবাই আলোর আশা;
দাও ছড়িয়ে প্রেম-মমতায়
স্নিগ্ধ ভালোবাসা।


সাহিত্য সম্পাদক,  
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা