শীত এলো

শীত এল পাড়াগাঁয়
এ দেশের সারা গাঁয়
শীত এল ছেলে মেয়ে বুড়োদের দলে,
শীত এল বুড়িবেশে
পুরো দেশে ঘুরিবে সে
শীত এত জাম্পার কাঁথা কম্বলে৷

শীত এল হাটে মাঠে
যারা রোজ খাটে মাঠে
শীত এল সে সকল মানুষের গায়,
শীত এল আকাশেতে
হিম-হিম বাতাসেতে
শীত এল সকালের ঘন কুয়াশায়৷

শীত এল গাছে গাছে
পুকুরের মাছে মাছে
শীত এল কুলি আর মজুরের কাঁধে,
শীত এল ফুলে ফুলে
তটিনীর কূলে কূলে
শীত এল রাতের ওই ঝিলমিল চাঁদে৷

শীত এল মঞ্জিলে
খাল বিল বন ঝিলে
শীত এল ভোরের ও কুয়াশাভেজা ঘাসে,
শীত এল বাঁশবনে
ঝরে পড়া কাশবনে
শীত এল শীত এল পৌষ-মাঘ মাসে৷