শীতার্তদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

শীতার্তদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
শীতার্তদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা


চারদিকে শীত। ঘর থেকে বের হওয়ারও ইচ্ছে জাগে না। আমরা দামি দামি পোশাক ব্যবহার করি শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু যারা সারা দিন এক দুয়ার থেকে অন্য দুয়ারে ঘুরে বেড়ায় পেটের দায়ে, তাদের শীতে কেমন কষ্ট হয়, আমরা ভেবে দেখেছি!
১৬ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভার বন্ধুরা ছুটে গেছেন সেই গৃহহীন, শীতের পোশাক থেকে বঞ্চিত মানুষের পাশে। শীতার্তদের পাশে থাকতে পেরে রাবি বন্ধুসভার সব বন্ধু অত্যন্ত আনন্দিত। তাঁরা শপথ নিয়েছেন, সব সময় ভালোর সঙ্গেই থাকবেন।
উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন এবং বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম। সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফারজানা সুলতানা, প্রচার সম্পাদক রাসেল, অর্থ সম্পাদক জেনুইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিদম, সাইফুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক জুবাইর, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক আঁচল, সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটায় মমতাজ উদ্দীন কলা ভবনের সামনে শীতবস্ত্র বিতরণ করা হয়।