রাঙামাটিতে বিতর্ক উৎসব

বিচারকদের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি: সুপ্রিয় চাকমা
বিচারকদের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি: সুপ্রিয় চাকমা


চূড়ান্ত পর্বে বিষয় ছিল জনসচেতনতাই পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে। এনিয়ে একদল যুক্তি তুলে ধরে বলছে, জনসচেতনতার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। আরেক দল বলছে, না, শুধু জনসচেতনতা দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। যুক্তিতর্কে একে অপরকে ঘায়েল করে দুই দল। এভাবে যুক্তি উপস্থাপন আর তা খণ্ডনের চেষ্টা ও আনন্দে দিন পার করে দেয় শিক্ষার্থীরা। যোগ দাও যুক্তি মেলাও স্লোগানে উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি শনিবার রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর এলাকায় রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

চ্যাম্পিয়ন দল রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।     ছবি: সুপ্রিয় চাকমা
চ্যাম্পিয়ন দল রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ছবি: সুপ্রিয় চাকমা


সকাল নয়টায় বিদ্যালয়ের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, স্থানীয় উন্নয়ন সংস্থা শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, আইনজীবী সুস্মিতা চাকমা, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান ও বিচারক হিসেবে উপস্থিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য উত্তম রায়, ফাল্গুনী মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটিতে প্রথম আলোর প্রতিনিধি সাধন বিকাশ চাকমা। বিতর্ক উৎসব উদ্বোধন করেন রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। উৎসবে রাঙামাটি শহরের আটটি বিদ্যালয় অংশ নেয়। পাশাপাশি শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ছয়জন প্রতিযোগী বিজয়ী হয়। পরে কুইজ ও বিতর্ক উৎসবের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন রাঙামাটি বন্ধুসভা সদস্যরা। তাঁরা হলেন সভাপতি শিপন চাকমা, সহসভাপতি পূর্ণা চাকমা, সাংগঠনিক দ্বীপান্বিতা চাকমা, সহসভাপতি সুশীল কান্তি চাকমা, উপদেষ্টা সুনেন্টু চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক নূরনবী হোসাইন, যোগাযোগবিয়ষক সম্পাদক ভুবন জ্যোতি চাকমা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ইন্দু ভূষণ চাকমা, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক নান্টু চাকমা, সদস্য ত্রিবেনী চাকমা, কেয়া চাকমা, বৈশাখী চাকমা প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি সুশীল কান্তি চাকমা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। আর রানার্সআপ হয় রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়। আঞ্চলিক দলের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় বিতর্ক উৎসবে অংশ নেবে।