ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুক রিভিউ কমপিটিশন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উদ্যোগে অরুণ কুমার বিশ্বাসের উপন্যাস জলপিপি ও স্পাই–এর ওপর রিভিউ আহ্বান করা হয়েছিল। রিভিউ জমা প্রদানের পরিপ্রেক্ষিতে সর্বমোট ২০ জনকে শ্রেষ্ঠ রিভিউদাতা হিসেবে বেছে নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুক রিভিউ কমপিটিশন অনুষ্ঠিত হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুক রিভিউ কমপিটিশন অনুষ্ঠিত হয়


রিভিউ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ডি সাইফ, ইতিহাস বিভাগের ছাত্রী স্মৃতি মনি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র লিমন আহমেদ। পুরস্কার হিসেবে স্মার্ট টেকনোলজিস বিডির সৌজন্যে তাঁদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কথাসাহিত্যিক আনিসুল হক, বিশেষ অতিথি লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব ও অরুণ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি আরিয়ান অপূর্ব দাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌসুমী মৌ।