ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সভার বসন্তবরণ

‘ড্যাফোডিলে বসন্ত’ শিরোনামে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত উৎসব পালিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ


১৩ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন উপলক্ষে আয়োজন করা হয়ে এই উৎসবের। শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে বক্তব্য দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হাবিব, মাহবুব পারভেজ, সৈয়দ রাজু স্যার, সাবেক সভাপতি আহনাফ কবির, গাজী আনিস, সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসাইন, শুভেন্দু শুভ, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুল ওহাব, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি জান্নাতুল বাকেরসহ অনেকে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ


বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন বলেন, ‘ফাল্গুনের রঙে রাঙা হয়ে উঠুক সবার জীবন। জীবনকে আমরা যেন সুন্দর করার চেষ্টা করি।’
এরপর শুর হয় সাংস্কৃতিক পর্ব। নাচ, গান, কবিতা আবৃত্তি, রম্য বিতর্ক, র‌্যাম্পসহ আরও মজাদার বেশ কয়েকটি আয়োজন। শুরুতেই দ্বৈত কবিতা আবৃত্তি করেন মেহেদি স্বরণ ও সাদিয়া আলম। এরপর বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন যূথী আক্তার, মারিয়া খান, আকলিমা আক্তার, ইমরান এইচ সরকার, হিমেল ও শান্ত দেওয়ান। সুরের তালে দর্শকদের মাতিয়ে রাখেন এনামুল হক, জোয়ানা ইভা বিশ্বাস, সৈয়দা রামিসা রওনাক, সিদরাতুল মুরসালিন ও পীযূষ মজুমদার।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ


অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল আঞ্চলিক রম্য বিতর্ক ও র‌্যাম্প মডেলিং। রম্য বিতর্কে অংশ নেন বরিশাল অঞ্চল থেকে নয়ন ইমরান, সিলেট অঞ্চল থেকে ফেরদৈাস, রাজশাহী অঞ্চল থেকে আশিক আমান, বগুড়া অঞ্চল থেকে নোমান হোসেন ও যশোর অঞ্চল থেকে ফাহিম। র‌্যাম্পে বিভিন্ন চরিত্র নিয়ে ক্যাটওয়াক করেন উম্মে হাবিবা, মাজহারুল হক, তানজিয়া করবী, মুন্না, আফিয়া প্রিয়া, তৌহিদ, তানভীর, মারিয়া খান, নাইমুর রহমান, অনামিকা, আরিফুর রহমান, জ্যোতি প্রামাণিক, মিশন খান ও জান্নাতুল ফেরদৈাস।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বসন্তবরণ


অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোহান হোসাইন, মেহেদি হাসান ও তাহসিন আহমেদ। ৫০০ দর্শকশ্রোতা উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সভার বসন্তবরণ
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সভার বসন্তবরণ


এই উৎসবে উপস্থাপনা করেন আফরোজা মারিয়া, জামিয়ুর ফিদা, রাইয়ান এইচ সরকার ও ইন্দিরা চাকমা।

পুরো অনুষ্ঠানের ছবি দেখতে এখানে ক্লিক  করুন।