নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরসভার র‍্যালি

মেহেরপুর বন্ধুসভার আয়োজনে ‘নারী ও শিশু নির্যাতন রুখব আমরা’ স্লোগান সামনে রেখে সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।
১৬ ফেব্রুয়ারি, শনিবার বেলা ১১টায় শোভাযাত্রাটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় ঘুরে আবার পৌর কমিউনিটি সেন্টারে শেষ হয়।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর বন্ধুসভার র‍্যালি
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর বন্ধুসভার র‍্যালি


শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে এতে অংশ নেওয়া বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তাঁরা বলেন, দেশে শিশু নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে উদ্বেগজনক হারে। সমাজে নারীরা এখনো নিরাপদ বোধ করতে পারছেন না। শিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে হরহামেশা। ধর্ষণের মতো ঘটনা সমাজের মানুষকে ভাবিয়ে তুলছে। এসব বিষয়ে সমাজে তরুণদের সম্পৃক্ত করে গণসচেতনতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে নারীদেরও নিজেদের নিরাপত্তার বিষয়ে সজাগ করার ক্ষেত্রে গুরুত্বরোপ করা দরকার।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর বন্ধুসভার র‍্যালি
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর বন্ধুসভার র‍্যালি


বক্তারা আরও বলেন, সময় এসছে নারী ও শিশু নির্যাতন রুখে সমাজকে আরও পরিচ্ছন্ন করার। নারী ও শিশু রক্ষায় সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষকে জাগিয়ে তুলতে হবে। নারী–পুরুষ মিলেই দেশ গড়তে হবে।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর বন্ধুসভার র‍্যালি
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর বন্ধুসভার র‍্যালি


শোভাযাত্রায় অংশ নেন মেহেরপুর বন্ধুসভার উপদেষ্টা এম এ বাসার, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, অধ্যাপক নুরল আহমেদ, সহসভাপতি কামরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক নাদিম হাসান শিউল, পরি, নাইমা, সেঁজুতি, শ্রাবণী, শিলা, মিমি, সিজান প্রমুখ।