প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ড. জোহা দিবস উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষে ড. জোহা স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষে ড. জোহা স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষ থেকে ড. জোহার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বন্ধুসভা টেন্ট থেকে সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয় এবং পুষ্পস্তবক অর্পণের পর নীরবতা পালন করা হয়। শেষে অর্ধদিবসব্যাপী বন্ধুসভা চত্বরে জোহা স্যারের আদর্শ, জীবন—সব বিষয়ের ওপর আলোচনা করেন বন্ধুসভার বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান এবং সভাপতিত্ব করেন মাজহারুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভার সব বন্ধু। সেমিনার শেষে বক্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক। মাজহারুল ইসলাম বলেন, স্যারের মৃত্যুর প্রায় অর্ধশত বছর হতে যাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষে ড. জোহা স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষে ড. জোহা স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


রাবি এবং গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রাণের দাবি জোহা স্যারের মৃত্যুর দিনকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হোক। যাঁরা জোহা দিবসে আলোচনা করেছেন, তাঁদের বন্ধুসভার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয় এবং নতুন সদস্যদের গঠনতন্ত্র পড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। শেষে লেখক দন্ত্যস রওশন ভাইয়ের ধন্যবাদ শৈশব নিয়ে আলোচনা করা হয়। এবং যাঁরা সামনে এসে কিছু আলোচনা করেছেন, তাঁদের সম্মাননা দেওয়া হয় পুরস্কারস্বরূপ বই। পুরো অনুষ্ঠানটি ফ্রেমবন্দী করেন বন্ধুসভার প্রাণপ্রিয় বন্ধু আমিরুল আজাদ আমির।