নিরাপদ সড়কের দাবিতে ফেনী বন্ধুসভার মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে ফেনী বন্ধুসভার মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে ফেনী বন্ধুসভার মানববন্ধন


১৬ ফেব্রুয়ারি বিকেলে ‘নিরাপদ সড়ক আমার অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে ফেনী বন্ধুসভা।

ফেনী বন্ধুসভার সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফেনীর ট্রাফিক বিভাগের পরিদর্শক মেহেদী শিকদার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. গোলাম নবী, প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, সমর দাস, ফেনী বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক প্রমুখ।

নিরাপদ সড়কের দাবিতে ফেনী বন্ধুসভার মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে ফেনী বন্ধুসভার মানববন্ধন


এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল খায়ের, বন্ধুসভার সাবেক সভাপতি অমিত মজুমদার, বর্তমান সহসভাপতি বিজয় নাথ, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম, যোগাযোগ সম্পাদক দেলোয়ার হোসেনসহ ফেনী বন্ধুসভার অন্য সদস্যরা।

যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করে বন্ধুসভার সদস্যরা
যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করে বন্ধুসভার সদস্যরা


মানববন্ধনে বক্তারা বলেন, ট্রাফিক আইন মেনে চললে এবং চালক ও যাত্রীরা সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে।
মানববন্ধন শেষে বন্ধুসভা ও ফেনী বিআরটিএর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে শহরের বিভিন্ন স্থানে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা