'বুলি'র প্রকাশনা উৎসব

রংপুর প্রথম আলো বন্ধুসভার কবিতা সংকলন বুলির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার শহরের সুরভী উদ্যানে মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

কবিতা সংকলন বুলির প্রকাশনা উৎসবে বন্ধুরা
কবিতা সংকলন বুলির প্রকাশনা উৎসবে বন্ধুরা


প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইব্রেরি কর্মকর্তা আবু আজাদ রহমান। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব জি এম নজু।
এ ছাড়া আলোচনা করেন প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক, রংপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব কৃষ্ণ রায়, কবিতা সংকলন বুলির সম্পাদক আলমগীর কাইজার প্রমুখ।
প্রকাশনা উৎসবে উদ্বোধক আবু আজাদ বলেন, এ ধরনের প্রকাশনা সৃজনশীল মানুষ তৈরিতে উদ্বুদ্ধ করবে। বুলির প্রকাশনা যেন অব্যাহত থাকে।

বুলিতে যাঁদের কবিতা স্থান পেয়েছে তাঁরা হলেন মাহমুদ নাসির, ফিরোজ সোহেল, মমিনুল ইসলাম, সোহানুর রহমান, নীল মিত্র, মাহবুবা নন্দিনী, ইশতিয়াক আবেদীন, রাজিয়া সুলতানা, মুবিনা মৃত্তিকা, আসাদুজ্জামান, আকাশ সরকার, সুপ্রভা হক, চারু লতা, এইচ এম আবদুল কাদের, এম এইচ মেসবাহ্, আলমগীর কাইজার।

সাংগঠনিক সম্পাদক, প্রথম আলো রংপুর বন্ধুসভা