তারুণ্যের অষ্টম সংখ্যায় যাঁরা লিখেছেন

তারুণ্যের অষ্টম সংখ্যায় যাঁরা লিখেছেন
দন্ত্যস রওশন

স্বীকৃতি
দেশসেরা সাংস্কৃতিক কর্মকর্তা, আসাদ সরকার।
কবিতা লিখেছেন: মুশফিয়া মারিয়াম, সানজিদা সিদ্দিকা, তাহ্জীক সাঈয়েদ, রাজিব বিশ্বাস, মির্জা আবু হেনা কায়সার, স্বজন নাহিদ, মামুন সুলতান, আজম মোহাম্মদ, জান্নাতুল বাকের, শুচিতা সপর্যা, বিপ্রতীপ অপু, সোহেল রানা, রোদ্দুর নিপা, সহিদুল হাসান, সিদ্ধার্থ সজল, সুপর্ণা এলিস গোমেজ।

পুরস্কার
প্রিয় মানুষের প্রতিষ্ঠান, তাসনুভা অরিন।
ওসকে দিকে হয় নিজেকে, নুশরাত নুসিন।

গল্প
একা একা একদিন, মাসুম বিল্লাহ।
অসুখের দিনগুলোতে প্রেম, আহাদ আদনান।
বন্ধু যখন পুলিশ, গৌতম দেব।
সিলেট বন্ধুসভার বইমেলা, শাহ সিকান্দার শাকির

সম্পর্ক
নিজেকে ভালোবাসেন তো, এজাজ-উর রহমান

সাহিত্য উৎসব
সিঙ্গাপুরে ছোটদের উৎসব, আসিক মুস্তফা

গল্প
অভিমান, তানিয়া রহমান

মিসর ভ্রমণ
এক ছিল রাজা, আফিফা মোহসিনা অরণি।

বিতর্ক
জয় নয়, জানাটাই জরুরি, উত্তম রয়।
কমনওয়েলথ স্কলারশিপের আদ্যোপান্ত, নাজমুল হাসান।

লেখালেখি
কথাসাহিত্য প্রণয় (ন), বিনয় বর্মন।

সফলতা বিষয়ে
জে কে রাওলিং, ফারহানা মোবিন।
হেলেন মিরেনের বক্তৃতা, মো. সাইফুল্লাহ।

আইটি—
-ইন্টারনেট ব্যবহারের ব্যাপকতা, মহিউদ্দিন সোহেল।
-লিংকডইন, আব্দুল ওহাব।
-ফেসবুকে ২১ ক্ষতি, আহমেদ হেলাল।

সময়টা কীভাবে কাজে লাগাতে পারি— কুশল রায় জয়।

গল্প
অন্ধকার, দন্ত্যস রওশন।

তারুণ্য সম্পাদনায় সহযোগিতা করেছেন- আব্দুর ওহাব, শাকিব হাসান।
প্রচ্ছদ করেছেন- নিয়াজ চৌধুরী তুলি।
অলংকরণ করেছেন: মাসুক হেলাল, সোহাগ পারভেজ, বাবুল হোসাইন সোহাগ ও আরমান চৌধুরী।
সম্পাদনা করেছেন: দন্ত্যস রওশন।
তারুণ্য পাওয়া যাচ্ছে: প্রথমা, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ও জনান্তিক, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
মোবাইল: ০১৯৫৫৫৫২০৮৮