কালো সীমানা

২ মার্চ বিকেল চারটায় গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে সাদাত হাসান মান্টো রচিত কালো সীমানা বইটি নিয়ে আলোচনা করা হয়। পাঠচক্র পরিচালনা করেন পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। বইটি পর্যায়ক্রমে পাঠ করেন সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, অনন্যা রহমান, নাদিয়া মোহনাজ, মহর্ষি চাকমা ও ইনজারুল হক। বইপাঠ শেষে বইয়ের প্রেক্ষাপট ও বিষয়বস্তুর ওপর আলোচনা করেন সাদিয়া হাসান, ইনজারুল হক ও আশিকুর রহমান। পাঠচক্র শেষে সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বন্ধুসভার পক্ষ থেকে সভার পাঁচজন বন্ধুর জন্মদিন উদ্যাপন করা হয়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি ইনজারুল হক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, মানবসম্পদবিষয়ক সম্পাদক কাজী সুরাইয়া, পাঠাগারবিষয়ক সম্পাদক সিদ্দিকুর, নারীবিষয়ক সম্পাদক সাদিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্যা, সাংগঠনিক সম্পাদক স্বদেশ, সাহিত্য সম্পাদক ফাহিম, পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল, আসাদুর রহমান শাওন, এম আর মুগ্ধ, অনীক সরকার, রাতুল হাসান, মহর্ষি চাকমা, হিমেল, শুভ্র দাস, তাওহীদুল ইসলাম, কানন, প্রিথুলা, শরিফুল, মোহিন হৃদয়।

সাহিত্য সম্পাদক, গোপালগঞ্জ বন্ধুসভা