ফেনীসভার বনভোজন

৮ মার্চ ফেনীর পরশুরামের রাবার বাগান ও কাজীরবাগ ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত হয়
৮ মার্চ ফেনীর পরশুরামের রাবার বাগান ও কাজীরবাগ ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত হয়


ফেনী বন্ধুসভার আয়োজনে শুক্রবার ৮ মার্চ ফেনীর পরশুরামের রাবার বাগান ও কাজীরবাগ ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। মনিকা রায় ও ফরহাদ রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করে সাবেক সভাপতি অমিত মজুমদার, আবদুল্লাহ আল মামুন, হৃদ কর্মকার। নৃত্য পরিবেশন করেন তানজিনা সুলতানা তিশা, বহ্নি দাস, রাইসা, ফাতিহা জান্নাত।

বালিশ খেলা, হাঁড়িভাঙা প্রতিযোগিতা ও র‍্যাফল ড্রর আয়োজন ছিল।
বনভোজনে উপস্থিত ছিলেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা আবু তাহের, ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মিলন, বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, ব্যবসায়ী সমর দাস, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউছুফ মিন্টু, প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি মো. আমজাদ হোসাইন, সার্কুলেশন বিভাগের প্রতিনিধি ইয়াছিন আহমেদ জীবন, ফেনী বন্ধুসভার সভাপতি মো. জহিরুল ইসলাম, সহসভাপতি বিজয় নাথ, রেহানা ইয়াছমিন, সাবেক সহসভাপতি আবু সুফিয়ান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন নসীব, অর্থ সম্পাদক হারাধন নন্দী নিলয়, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, যোগাযোগ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বৈশাখী পাল, হৃদিতা রায়, জে এম প্রান্ত, তন্ময় পাল, নাহিদ হাসান, মো. জাহিদ, হৃদয়, ফারাবী, তৌহিদ, শরীফ, বৃষ্টি, মিমু, রাহাত, আরমান প্রমুখ।