নারীবিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা

৮ মার্চ শুক্রবার, প্রথম আলো ভৈরব বন্ধুসভা আয়োজন করল নারীবিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযগিতার। প্রথম আলোর ভৈরব অফিসে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় ভৈরবের কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

নারীবিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা
নারীবিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা


স্কুল ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে ১০ জনকে নির্বাচন করে তাদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে ছিল ভিজ্যুয়াল ও সরাসরি প্রশ্ন। প্রতিযোগিতা শেষে ১৪ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় মূল্যবান বই।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ভৈরব বন্ধুসভার সহসভাপতি প্রিয়াংকা ও নারী সম্পাদক জ্যোতি রোজানা। বক্তব্য দেন প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বন্ধুসভার লুবনা হক, জনি আলম, সাবেক প্রশিক্ষণ সম্পাদক ওয়াহিদা আমিন পলি, উদ্যাপন পর্ষদের সদস্যসচিব মোহনা, সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার।