পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

২৯ মার্চ শেষ হবে রাজধানীতে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। এরপরই আগামী এপ্রিলে হবে জাতীয় বিতর্ক উৎসব। এরই মধ্যে শুরু হয়ে গেছে জাতীয় উৎসবের প্রস্তুতি।

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব


রাজধানীতে মোট পাঁচটি অঞ্চলে হচ্ছে এই উৎসব। শুরু হয়েছে ৯ মার্চ। শুরুর আয়োজনটি ছিল রামপুরা অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে। দ্বিতীয়টি ছিল পুরান ঢাকায়। আর তৃতীয়টি ছিল উত্তরা অঞ্চলের স্কুলশিক্ষার্থীদের নিয়ে।
প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় তিনটি উৎসবই উৎসবমুখর হয়ে ওঠে।

ইমপিরিয়াল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুসহ আরও বেশ কয়েকটি বন্ধুসভার বন্ধুরা মিলে এই উৎসব সফল করে তুলছেন।
২৩ মার্চ ধানমন্ডি এবং ২৯ মার্চ মিরপুর অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি উৎসব অনুষ্ঠিত হবে।

সে উৎসব দুটি নিয়েও চলছে বন্ধুসভা কক্ষে বন্ধুদের প্রস্তুতি। চাইলে আপনিও এ প্রস্তুতি কাজে অংশ নিতে পারেন।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ