সেরা হলো নরসিংদী

এমন হলে কেমন হয়। প্রতি মাসে একটি বা দুটিকে সেরা বন্ধুসভা ঘোষণা করা যায় কি না। এ ব্যাপারে বন্ধুরা মতামত দিতে পারেন। আমাদের দিক থেকে আমরা কাজটি করতে চাই। সেটা হতে পারে চলতি মাস থেকেই।
কী কী কারণে একটি বন্ধুসভা সেরা হতে পারে?

নিজেদের আয়োজনে ভালো অনুষ্ঠান, বিশেষ কোনো উদ্যোগ বা কাজ। নতুন ধরনের কর্মসূচি। অথবা সার্বিক দিক বিবেচনায় এটি হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু সুমন রহমানের মন্তব্য, ‘সেরা ঘোষণা করা হলে বন্ধুরা অনুপ্রাণিত হবে। বন্ধুসভাগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যাবে।’
হ্যাঁ, সুমনের মন্তব্যটা আমরা সমর্থন করি। সেটা হলে তো খুবই ভালো হয়।

তারুণ্যের জয়গান হলো পাঁচটি জায়গায়। মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জ।
আমরা বলেছিলাম, পাঁচ জায়গার মধ্যে সার্বিক দিক দিয়ে যারা ভালো করবে, তাদের পুরস্কৃত করা হবে। আমাদের বিবেচনায় নরসিংদী সেরা হয়েছে। তারা বন্ধুসভা জাতীয় পর্ষদ থেকে পাবে একটি ক্রেস্ট। আমরা নরসিংদী বন্ধুসভার সব বন্ধুকে অভিনন্দন জানাই।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ