আমাদের পাঠচক্র

নতুন একটি বন্ধুসভা হয়েছে। বন্ধুসভার নাম এখানে উল্লেখ করছি না। সেই বন্ধুসভার সুমন রহমান নামে এক বন্ধু আমার কাছে জানতে চাইলেন, ‘আমাদের যে পাঠচক্র করতে বললেন, বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন?’
আমি প্রথম পাঠচক্রে যুক্ত হই, বিশ্বসাহিত্য কেন্দ্রে। পাঠচক্রের নাম ছিল, ‘রবীন্দ্র অধ্যয়ন চক্র।’ এটা সরাসরি পরিচালনা করতেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

ধরা যাক, পাঠচক্রের জন্য একটি বই নির্ধারণ করা হলো। বইটির নাম নন্দিত নরকে, লেখক হুমায়ূন আহমেদ। বইটি আমরা বাছাই করলাম পাঠচক্রের জন্য। এখন প্রথম কাজ হবে বইটি সংগ্রহ করা। তারপর একটি তারিখ দেওয়া। যে তারিখে বইটি সব সদস্য পাঠ শেষ করবেন। এবং আরেকটি নির্দিষ্ট দিনে সবাই বসবেন বইটি নিয়ে আলোচনায়। শুরুতে পাঠচক্রে যুক্ত সবাই নির্ধারিত বইয়ের ভালো লাগা কিছু কিছু পড়তে পারেন। তারপর শুরু হবে মূল আলোচনা। এই হচ্ছে পাঠচক্র।

সেদিন এক বন্ধুসভা নিউজ লিখে পাঠিয়েছেন। ‘আমরা সবাই বসে চক্রাকারে একটি বইয়ের এক পৃষ্ঠা করে পড়েছি।’ আমি তো নিউজ পড়ে অবাক। বলে কি! (বন্ধুসভার নাম বলছি না)
বন্ধুরা আজ এখানেই পাঠচক্রের অণুকথা শেষ করছি।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ