জননী সাহসিনী ১৯৭১

১৬ মার্চ শনিবার প্রথম আলো ভৈরব বন্ধুসভায় অনুষ্ঠিত হয়ে গেল নিয়মিত আয়োজন পাঠচক্র। শনিবার মানেই ভৈরব সভার পাঠচক্রবার। প্রথম আলোর ভৈরব আঞ্চলিক অফিসে এই আয়োজন করা হয়। এবারের পাঠচক্রের বিষয় ছিল কথাসাহিত্যিক আনিসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জননী সাহসিনী ১৯৭১।

পাঠচক্রের করা হয় কথাসাহিত্যিক আনিসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জননী সাহসিনী ১৯৭১
পাঠচক্রের করা হয় কথাসাহিত্যিক আনিসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জননী সাহসিনী ১৯৭১


পাঠচক্রে আলোচক ছিলেন বন্ধুসভার সদস্য মানিক আহমেদ ও শাহরিয়ার ইবাদ। এ ছাড়া ছিল মুক্ত আলোচনা, যেখানে সবাই অংশগ্রহণ করে ১৯৭১ সালের যুদ্ধদিনের ঘটনাগুলো নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

পাঠচক্র শেষে বন্ধুরা
পাঠচক্র শেষে বন্ধুরা


বাংলাদেশের পটভূমিতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবদান, তাদের আত্মত্যাগের ঘটনাগুলো বন্ধুদের অনুপ্রাণিত করে। পাঠচক্রে অংশ নেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার।
পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা