নারী সংগঠন চেষ্টার উদ্যোগে বীর নারীদের উপহার প্রদান

নারী সংগঠন চেষ্টার উদ্যোগে বীর নারীদের উপহার প্রদান
নারী সংগঠন চেষ্টার উদ্যোগে বীর নারীদের উপহার প্রদান


স্বাধীনতার মাসে চেষ্টার আয়োজনে ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় বীর নারীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
গতকাল ৩০ মার্চ শনিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের পঞ্চম তলায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পাঁচজন বীর নারীকে উপহার দেন সংগঠনটির সদস্যরা।

বীর নারীরা হলেন রিজিয়া বেগম, রাজিয়া বেগম, লুৎফা বেগম, নূরজাহান ও সন্ধ্যা রানী। রিজিয়া বেগমের হাতে কম্পিউটার তুলে দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। অন্য নারীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বীর নারী লুৎফা বেগম বলেন, ‘আমরা খুব খুশি। আমাদের পাশে সবাই যদি এভাবে দাঁড়াত! আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।’

অনুষ্ঠানে চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন বলেন, ‘মানবতার পক্ষে আমরা। “চেষ্টা” যত দিন আছে, তত দিন কোনো বীর নারী অবহেলায় থাকবে না।’
এ সময় উপস্থিত ছিলেন চেষ্টার সভাপতি সেলিনা বেগম, সহসভাপতি রাফেয়া আবেদীন, অ্যাডভোকেট পাপড়ী রহমান, নির্বাহী সদস্য মমতা হারুন, নিলুফার রেহমান, সদস্য মাহমুদা সুলতানা, ফারজানা আহাম্মেদ, শারমিনা খানম রিনা, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আবদুল ওহাব প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য খায়রুন নাহার।