শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সোমবার বিকেলে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রথম আলোর গাজীপুর বন্ধুসভার উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন


মানববন্ধন কর্মসূচি প্রথম আলো গাজীপুর বন্ধুসভা আয়োজন করলেও এতে আশপাশের স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে বন্ধুসভার সদস্য ও শিক্ষকেরা বক্তব্য দেন।
সম্প্রতি টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে উপর্যুপরি ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে তার গোপনাঙ্গে নাট ঢুকিয়ে দেওয়া হয়। পরে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করাতে হয়। এ ছাড়া গাজীপুর ও দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন


এতে বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর, বন্ধুসভার সদস্য তাহমিনা আক্তার মিনা, রেজাউল করিম, মোশাররফ হোসেন, মনির হোসেন মানিক, শাহিন রহমান প্রমুখ। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর বলেন, ‘শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর বন্ধুসভার সদস্যদের এই আয়োজন খুবই সময় উপযোগী।