নতুনত্বের রং

নতুনত্বের রং নির্দিষ্ট কি না, জানি না।
যে জলের রং পুরাতন মুছে নতুন আনে,
তাকে বুঝি সকলে নতুনত্বের রং বলে জানে!

নিরবচ্ছিন্ন কালো অন্ধকার যে রঙে ঘোচে,
নবজাতক যে রঙে নিজেকে জানে,
যে রং সোনালি ঐতিহ্যের কথা বলে,
যে রং প্রাণে পুলক জাগায়,
তাকে বুঝি সকলে নতুনত্বের রং বলে জানে!

যে রঙে নতুন করে বাংলার নর-নারীকে,
অপরূপ মুগ্ধতায় সাজিয়ে তোলে,
যে রং আত্মার পরিচয়ের কথা বলে,
সে রংকে কলুষিত করতে এলে,
সে রঙের ওপর কালো হাতের ছায়া এলে,
রঙের দৃপ্তশিখায় সব দুমড়ে–মুচড়ে পড়ে,
তাকে বুঝি সকলে নতুনত্বের রং বলে জানে!

যুগান্তের সময়ের কাঁটার সাথে,
যে রং বহু ইতিহাসের সাক্ষী হয়ে,
কোটি রক্তে মিশে গেছে,
যার দরুণ রংহীন ব্যস্ততার ঘূর্ণিপাকে,
নির্দিষ্ট ক্ষণে প্রতি বাঙালির মন বলে ওঠে
‘শুভ নববর্ষ’,
তাকে বুঝি সকলে নতুনত্বের রং বলে জানে!