বাঙালির বৈশাখ

বৈশাখ মানে ইংলিশ নয়, নতুন কাপড় নয়
বৈশাখ মানে গরিবের নুন–পান্তা আর কাঁচা লঙ্কা
বৈশাখ মানে কাঠফাটা রৌদ্র, প্রকৃতির বীরত্ব
বৈশাখ মানে গ্রামের বাঙালি নববধূর সেই লাল টিপ।

আর সেই নৌকাবাইচ নেই, নেই গম্ভীরা গান
মুড়ি–মুড়কি আর খই–বাতাসাও নেই,
নেই সেই জামাই–শ্বশুরের মিষ্টি লেনদেন,
আজ বৈশাখ যেন নিভে যাওয়া দীপ।

হে বৈশাখ, জাতি-ধর্ম ভুলে তুমি আলো জ্বালো
আপন বৈশাখে মেতে উঠতে ভেদাভেদ ভোলো
ধনী–গরিবের উপহাস ভুলে দূর হোক কালো
চারিদিক হোক মুখরিত—বাজিয়ে ঢোল চারিদিকে।

প্রথম আলো বন্ধুসভা নাটোর