রাঙা বৈশাখ

বছর ঘুরে আবার এল প্রাণের বৈশাখ,
বরণ করব সবাই মিলে বাজিয়ে ঢোল আর ঢাক।
সাজবে তুমি, সাজব আমি, সাজবে দেশের লোক,
দেশে খুশির বন্যা হবে, ভুলব সকল শোক।
লাল শাড়ি, চোখে কাজল, গাঢ় লিপস্টিক ঠোঁটে,
লাগবে তোমায় ভীষণ দারুণ, আসবে যখন হেঁটে,
প্রিয়তমার হাতটি ধরে হাঁটব শহরের পথে,
ফুচকা খাব, মেলায় যাব ঘোড়ার গাড়িতে উঠে।
শিশু থেকে বৃদ্ধ আজ সাজবে নতুন সাজে,
তারুণ্য আজ উঠবে জেগে সব বাঙালির মাঝে।
পথশিশুটিও সাজবে সেদিন জমকালো এক সাজে,
ছড়াবে খুশি বৃদ্ধাশ্রমের ওই বৃদ্ধার চোখের ভাঁজে।
বৈশাখ মানে নবজাগরণ, বৈশাখ মিলনমেলা,
বৈশাখ আসে বাঙালির মনে ভাসিয়ে খুশির ভেলা।
বৈশাখ মানে মন থেকে সব অভিমান ঝেড়ে ফেলা,
বৈশাখ আনে প্রেমিকের মনে হালকা প্রেমের দোলা।
পান্তা-ইলিশে জমবে খাওয়া, ফুটবে হাসি মুখে
নতুন প্রেরণা, নতুন স্বপ্ন জাগবে সবার চোখে।
বাঙালি চেতনা জাগবে আবার সব বাঙালির বুকে,
প্রার্থনা করি, নতুন বছর কাটুক সবার সুখে।

রংপুর বন্ধুসভা