বৈশাখী বাংলা

বারবার বহুবার ছুটে যেতে মন চায়
আমার বৈশাখী বাংলায় ।

কোকিলকণ্ঠে ভাটিয়ালি সে গান
পাখিদের পরান–জুড়ানো কলরব
শস্য-শ্যামলে ভরা সবুজ ভূমি
নীলাভ শাড়িতে সেজে থাকা গাঁয়ের বধূ,
প্রবাসজীবনে যার কোনটিই
আমার দৃষ্টি কাড়তে সক্ষম হয়নি ।

প্রেয়সীর আবদার ছিল
এবার বৈশাখী মেলায় তাকে যেন
রেশমি চুড়ি কিনে দিই
কপালে লাল টিপ এঁকে দিই
আলতারাঙা পায়ে যেন নূপুর পরিয়ে দিই
আর...
আর সবই এখন ভাবনায় সীমাবদ্ধ ।

আমার স্বাধীন বাংলাকে যেন
প্রতিদিনই পেতাম বৈশাখী সাজে,
যা হয়তো এই প্রবাসে আমৃত্যু পাব না
পাব না আমার প্রেয়সীর আবদার রাখতেও ।

প্রথম আলো বন্ধুসভা, কুড়িগ্রাম