আজ এসেছে বৈশাখ

আজ এসেছে বৈশাখ
পরনে পাজ্ঞাবি আর বাসন্তী শাড়ি,
আজ এসেছে বৈশাখ
তোমার হাতে কাচের চুড়ি।

আজ এসেছে বৈশাখ
চোখে কাজল, কানে দুল,
আজ এসেছে বৈশাখ
পায়ে আলতা, খোঁপায় লাল–সাদা ফুল।

আজ এসেছে বৈশাখ
বটতলায় রাখালের বাঁশি,
আজ এসেছে বৈশাখ
ফসলের মাঠে কৃষকের হাসি।

আজ এসেছে বৈশাখ
সেজেছে মন,
আজ এসেছে বৈশাখ
আনন্দে কাটাব কিছুক্ষণ।

আজ এসেছে বৈশাখ
তোরা যে যা–ই বলিস,
আজ এসেছে বৈশাখ
খাব পান্তা–ইলিশ।

আজ এসেছে বৈশাখ
দেখতে যাব মেলা,
আজ এসেছে বৈশাখ
উঠব নাগরদোলায়।

আাজ এসেছে বৈশাখ
গাইব বাউলগান,
আজ এসেছে বৈশাখ
নবীনরা পেয়েছে নতুন প্রাণ।

আজ এসেছে বৈশাখ
রঙের মেলায় তোমায় নিমন্ত্রণ,
আজ এসেছে বৈশাখ
ধন্য আজ বাঙালির এ তুচ্ছ জীবন।