ফ্রি মেডিকেল ক্যাম্প

পয়লা বৈশাখ সকাল ১০টা বাজতে না বাজতেই গাংজোয়ার মধ্যপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় বাড়তে থাকে। তাঁরা সবাই হাজির হয়েছেন বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে।

নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের প্রত্যন্ত গাংজোয়ার মধ্যপাড়া গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয় নওগাঁসভা
নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের প্রত্যন্ত গাংজোয়ার মধ্যপাড়া গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয় নওগাঁসভা


নওগাঁ বন্ধুসভা রোববার বাঙালির প্রাণের উৎসব নববর্ষের দিনে নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের প্রত্যন্ত গাংজোয়ার মধ্যপাড়া গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়। আগের দিন নওগাঁ বন্ধুসভার বন্ধু ফারহান শাহরিয়ার বাঁধন ও সেন্টু আনছারী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের চিকিৎসাসেবার কথা জানিয়ে আসেন।

পয়লা বৈশাখের দিন সকাল সাড়ে নয়টা থেকে বন্ধুসভার বন্ধু লিনা পারভীন, বিষ্ণু কুমার দেবনাথ ও আবির হোসেন চিকিৎসাসেবাপ্রার্থীদের নাম নিবন্ধন করা শুরু করেন। রোগীদের নাম, ঠিকানা, বয়স ও সমস্যার কথা জেনে চিকিৎসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাঁরা সকাল ১০টা থেকে রোগীদের বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত চিকিৎসক মেহেদী হাছান ও আতিক শাহরিয়ার চিকিৎসাসেবা দেন।

নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের প্রত্যন্ত গাংজোয়ার মধ্যপাড়া গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয় নওগাঁসভা
নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের প্রত্যন্ত গাংজোয়ার মধ্যপাড়া গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয় নওগাঁসভা


পাশাপাশি তাঁদের রক্তের গ্রুপ ও রক্তচাপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এসব কাজে সহযোগিতা করেন নওগাঁ পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক সানব সাব্বির, প্যাথলজিস্ট মারুফা আক্তার ও রুলি আক্তার।
সেবা নিতে আসা গাংজোয়ার গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘হামার বয়স ৪৮ বছর চলিচ্ছি। এত দিন রক্তের গ্রুপ কী, জ্যানতু না। অ্যাজকা এই ক্যাম্পে অ্যাসে জ্যানতে পারিনু হামার রক্ত বি পজিটিভ। আবার ডায়াবেটিসও পরীক্ষা করিল। ডাক্তাররা হামাক পরামর্শ দিলু কীভাবে চলতে হবে। ক্যাম্পোত অ্যাসে খুব উপকার হলো। আল্লাহ এই ছেলেমেয়েদের ভালু করুক।’

নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের প্রত্যন্ত গাংজোয়ার মধ্যপাড়া গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয় নওগাঁসভা
নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের প্রত্যন্ত গাংজোয়ার মধ্যপাড়া গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয় নওগাঁসভা


এই মেডিকেল ক্যাম্পে গাংজোয়ার গ্রামের ১৫০ জন রোগীর চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ ও রক্তচাপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। চিকিৎসাসেবা শেষে নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার বাঁধন সহযোগিতা করায় চিকিৎসক ও প্যাথলজিস্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মেডিকেল ক্যাম্প শেষে গাংজোয়ার গ্রামের মাঠে সারি হয়ে বসে পেঁয়াজ, মরিচ, ভর্তা ও মাছভাজি দিয়ে পান্তাভাত খেয়ে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। পান্তাভাত ও ভর্তার আয়োজনে সহযোগিতা করেন গাংজোয়ার গ্রামের বাসিন্দা সমাজকর্মী হাসিনা বেগম।

সভাপতি, নওগাঁ বন্ধুসভা