সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বৈশাখ

সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন
সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন


সরিষাবাড়ী বন্ধুসভার এবারের আয়োজন ছিল সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বৈশাখ। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন। খেলায় দর্শকদের উপচে পড়া ভিড়ে দিনের প্রথম প্রহরেই প্রাণবন্ত হয়ে ওঠে এবারের বৈশাখী আয়োজন।

সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন
সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন


সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বন্ধুরা। শোভাযাত্রা শেষে শিমলাবাজার এলাকায় করা হয় বৈশাখ নিয়ে নানা আয়োজন। গান, কবিতা আবৃত্তি, বন্ধুদের মধ্যে বালিশ, হাঁড়ি ভাঙা খেলাসহ আরও ছিল বৈশাখ নিয়ে নানা গল্প এবং পয়লা বৈশাখের ইতিকথা আলোচনা।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করে সরিষাবাড়ী বন্ধুসভা
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করে সরিষাবাড়ী বন্ধুসভা


অনুষ্ঠানে বৈশাখী গান পরিবেশন করেন সরিষাবাড়ী বন্ধুসভার সাবেক নারী সম্পাদক সুলতানা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শোভা দাস, পাঠাগার সম্পাদক আতিফ আসাদ, ‘কেউ কথা রাখেনি’ কবিতাটি আবৃত্তি করেন সরিষাবাড়ী বন্ধুসভার মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।

সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন
সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী বন্ধুসভার মঞ্জুরুল ইসলাম, সভাপতি আলাদিন আল আসাদ, সভাপতি রুবেল হোসাইন, সাধারণ সম্পাদক মাকসুদা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শোভা দাস, সাংগঠনিক সম্পাদক সানজিত পারভেজ সিরাজি, উপসাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম কাফি, সাবেক পরিবেশ সম্পাদক রেহেনা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক মুক্তা খাতুন প্রমুখ। পরে পান্তা-ইলিশ ও শুঁটকি মাছের ভর্তা ভোজনের মধ্য দিয়ে বেলা দুইটায় শেষ করা হয় এ আয়োজন।

সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন
সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন
সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন
সরিষাবাড়ী বন্ধুসভার নববর্ষ উদযাপন



সভাপতি, সরিষাবাড়ী বন্ধুসভা।