ঝালকাঠিসভার বর্ষবরণ

ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে। এর মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, বিকেল চারটায় ধানসিড়ি নদীতে ট্রলার ভ্রমণ, ট্রলার ভ্রমণের আয়োজনে ছিলেন বন্ধুসভার বন্ধু মো. আশিকুর রহমান।

ঝালকাঠিসভার বর্ষবরণ
ঝালকাঠিসভার বর্ষবরণ


এরপর ট্রলার টি সুগন্ধা, বিশখালী, ধানসিড়ি ও গাবখান নদীভ্রমণ শেষে ইকোপার্কে এসে আলোচনায় মিলিত হয়ে আলোচনার আয়োজক ছিলেন পাঠচক্র সম্পাদক সাথী আক্তার।

ঝালকাঠিসভার বর্ষবরণ
ঝালকাঠিসভার বর্ষবরণ


আমরা বৈশাখের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করি। বৈশাখের বিষয়টি নিয়ে ইকোপার্কে উপস্থিত সবাইকে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঝালকাঠিসভার বর্ষবরণ
ঝালকাঠিসভার বর্ষবরণ


এরপর আমরা কুইজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৪২৬ সনকে বরণ করে নেওয়া হয়। পুরস্কার বিতরণীর পর সবাই দই, চিড়া, মুড়ি খাওয়ার মাধ্যমে এবারের বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহসভাপতি মো. আক্তারুজ্জামান।

ঝালকাঠিসভার বর্ষবরণ
ঝালকাঠিসভার বর্ষবরণ