ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার নববর্ষ উদ্যাপন

বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।
বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।


পয়লা বৈশাখ উপলক্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাসে ছিল নানা আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ‘ডিএসএ’ কর্তৃক সার্বিক ব্যবস্থাপনায় নববর্ষ উদ্‌যাপনে ছিল ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভাও।

বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।
বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।


দিনের আয়োজন শুরু হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। যেখানে বন্ধুসভার বন্ধুরা নিজ হাতে বানানো বিভিন্ন প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। সঙ্গে ছিল ব্যান্ডপার্টিও।

বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।
বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।


এরপর উদ্বোধন করা হয় বৈশাখ উপলক্ষে বন্ধুসভার বিশেষ দেয়ালিকা ‘বৈশাখে বন্ধুতা’। এ দিন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার পক্ষ থেকে আয়োজন করা হয় ‘আমি বাংলায় কথা কই’ শিরোনামে শুদ্ধ বাংলা উপস্থাপন প্রতিযোগিতার। প্রতিযোগিতায় ৫০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। এই প্রতিযোগিতায় প্রথম হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের লেকচারার সজল আহমেদ। দ্বিতীয় হন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সভাপতি মারুফ ইসলাম এবং তৃতীয় হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম সানি। এ ছাড়া আরও ৭ জনকে পুরস্কৃত করা হয়।

বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।
বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।


ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা আয়োজন করে কিছু গ্রামীণ খেলারও। খেলার বিজয়ীদের মধ্যেও পুরস্কার প্রদান করা হয়।
নববর্ষ উপলক্ষে বন্ধুসভার স্টল সাজানো হয় খড় ও কলাপাতা ব্যবহার করে। একেবারে সাদামাটা ধরনের স্টলটিও দেখতে হয়েছিল আকর্ষণীয়। স্টলে মেলার আদলে রাখা হয়েছিল চুড়ি, আলতা, মিষ্টিসহ আরও অনেক কিছু।

বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।
বাংলা নববর্ষে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজন।


নববর্ষের সাংস্কৃতিক আয়োজনেও অন্যান্য ক্লাবের সঙ্গে অংশ নিয়েছিল ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা। বন্ধুসভার পক্ষে আইরিন এবং জুলি নৃত্য পরিবেশন করেন, নিশি গ্রামীণ ফ্যাশন শোতে অংশ নেন। এ ছাড়া বন্ধুসভার কিছু সাধারণ সদস্যও গান ও নাচ পরিবেশন করেন।