সুনামগঞ্জ বন্ধুসভার 'হাওর'

বৈশাখ উপলক্ষে সুনামগঞ্জ বন্ধুসভার বিশেষ প্রকাশনা 'হাওর' প্রকাশিত হয়েছে। গল্প, কবিতা, ব্যক্তিগত অনুভূতি ও বন্ধুসভার কার্যক্রমের স্থিরচিত্র দিয়ে সাজানো হয়েছে ম্যাগাজিনটি।

সুনামগঞ্জ বন্ধুসভার ম্যাগাজিন ‘হাওর’
সুনামগঞ্জ বন্ধুসভার ম্যাগাজিন ‘হাওর’


মো. রাজু আহমেদের সম্পাদনায় এতে লিখেছেন মোট ৩৬ জন লেখক। তাঁরা হলেন- মোহাম্মদ সাদিক, দন্ত্যস রওশন, হোসেন তাওসিফ চৌধুরী, বজলুল মজিদ চৌধুরী খসরু, সুখেন্দ সেন, রোকেস লেইস, ইকবার কাগজী, কুমার সৌরভ, রুনা লেইস, এনাম আহমদ, শাহজাহান আলম সিদ্দিকী, প্রদীপ কুমার পাল, হায়দার আলী, রঞ্জিত কুমার দে, কনক চক্রবর্তী, শাহিদুর রহমান, জাকিরুল হক মান্না, রুবেল পাল চিন্ময়, আখলাক হিবলু, শফিকুল ইসলাম, নূর হোসেন সুমন, প্রিয়াংকা কর প্রিয়া, রওনক জাহান, মেহজাবিন মিথিলা শখ, ইয়ারুন নেছা, নাহিদুর রহমান নাহিদ, রুমী আক্তার, শিউলী আক্তার মৌ, মাহবুব আরাজী, অনামিকা দাশ, তন্বী ইসলাম, আয়েশা ইসলাম প্রীতি, বিউটি পাল, দীপ্তি পাল, নাঈম আল নেওয়াজ, পারভেজ হাসান। অসাধারণ প্রচ্ছদ ম্যাগাজিনটিকে অন্য রকম মাত্রায় নিয়ে গেছে। বইটির অলংকরণ ও মুদ্রণ করেছে চৈতন্য।