নুসরাত, যেভাবে তুমি চলে গেলে

নুসরাত, একটি ফুলের মৃত্যু
আহ, অগ্নিশিখা, তুমিও পারলে, নিষ্পাপ
মেয়েটির কোমল শরীর
তোমার প্রতিহিংসার দাহ্যতে পোড়াতে।
মেয়েটি তো এখনো ভালো করে দেখেনি
ভোরের আকাশ, পায়নি শিশিরমাখা ঘাস আর
নরম রোদের স্পর্শ, হাঁটেনি
সন্ধ্যাচাঁদের পিছু পিছু, দুহাত ভরে নেয়নি জ্যোৎস্না,
নিঝুম রাতে ঝিঁঝি পোকার গান শোনা হয়নি তার।
এখন তার কবিতার মতো চোখ ঘুমিয়ে আছে ছবিতে।
তার শেষ চিৎকারে প্রতিবাদী যে শব্দরা তুলেছিল আওয়াজ, অবাক পৃথিবী, তুমি শুনেছিলে?
নুসরাত, যেভাবে তুমি চলে গেলে,
সেভাবে কি যাবার কথা ছিল তোমার।
তোমার চোখে যে স্বপ্নরা উঁকি দিত, তারা
আজ এসে কেঁদে গেল ভীষণ।
আমি সেই কান্নার ভেতর দেখি একটি ফুলের মৃত্যু।
নুসরাত, যেভাবে তুমি চলে গেলে,
সেভাবে কি যাবার কথা ছিল তোমার?

স্বার্থপর
তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ
আমার দিকে আর ফিরে তাকিয়ো না
কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়
অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না
আমি তো ফুল শুকনো বকুল
দুহাতে কুড়িয়ে নেবার দিন শেষ
ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ।
তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ
আমার কথা কখনো আর ভেব না
পুরোনো কষ্টের ক্ষতে আর নতুন কষ্টগুলো নেব না
আমি তো ভুল ভাঙা দুকূল
কিনারায় এসে মিশে যাবে না আর ঢেউ
একাই জীবন একাই বাঁচা কারও জন্যে বসে থাকে না কেউ।
তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ
আমার জন্য কখনো আর কেঁদো না
জানো তো কোনো কান্নায় ভাঙে না জমাট বেদনা
আমি তো নীল দুঃখ মিছিল
এখানে ভিড় করে না এসে দীর্ঘ সুখ
ভুলে যাওয়া ভালো স্মৃতিভ্রষ্টের মতো চেনা কোনো মুখ।