মাকে খুঁজি

এমন এক মায়ের গল্প, বলব তোমায় আজি,
আমার যত দুঃখ আছে মা নিতে সব রাজি।
আমার যত গল্প আছে এক জীবনে পাওয়া,
সবটা আমার জীবনজুড়ে, আমার মায়ের দেওয়া।
মা বলত, পাহাড় ডিঙাবি, তপ্ত রোদে আকাশ ছুঁবি নিজে!
আমি এখন শিখর চূড়ায় উড়ি, আটকায় আমায় কে যে?
আঁচল ভাঁজে গল্প ছিল, দুঃখ থেকেই পাওয়া;
মা বলেছে ফিরবে ঘরে,‘আসি’ বলেই যাওয়া!
বাড়ি ফেরার ইচ্ছে যত হলদে পাতায় ঝরে,
সবার মায়ের গল্প শুনেই, মাকে মনে পড়ে।
‘অনেক বড় হ বাবা’ মায়ের ছিল শেষ কথা,
সেই কথাতেই এই হৃদয়ে পাথরচাপা ব্যথা!
মা’রা কেন জনম দিয়ে অনেক দূরে পালায়?
ছেলের কাছে আয় না মা, একটুখানি জ্বালাই!
বন্ধুরা সব ফিরছে বাড়ি, আমার কোনো নেই তাড়া,
হাজার তারায় মাকে খুঁজি, মায়ের তবু নেই সাড়া!