মা গো

বৈশাখের এই উদাস দিনে, তপ্ত অলস দুপুরে-
নিদ্রাঘোরে স্বপ্নদোরে কে যেন ডাক দেয় সুরে,
খোকা, ওরে মানিক আমার সাত রাজার ধন-
ডাকছি তোকে সকাল থেকে উঠবি কখন!

কাতলা মাছের মাথা দিয়ে, ভাত দিয়েছি বেড়ে
পুব ভিটের ঐ গাছের লেবু রেখেছি এনে পেড়ে;
তুই খাবি তাই দুধ দিয়েছে লাল রঙা সে গাভি
যাদু রতন, এমন যতন কোনখানে তুই পাবি?

হঠাৎ শুনি বজ্রধ্বনি, ভাঙল ঘুমের ঘোর-
হাতড়ে খুঁজি দুচোখ বুজি কই গেলো মা মোর!
মা গো তোমার আসা–যাওয়া স্বপ্নে পারাপার-
ধরেছে লেবু সে গাছে মা, দেবে না পাতে আর?

এখন আমি বড্ড একা বৈশাখের এ দিনে
কত বৈশাখ আসে যায় মা, তোমার আঁচল বিনে,
জানতে বড় ইচ্ছে জাগে, তোর কোলে মা শুয়ে -
কেন মা তুই স্বপ্ন হলি আমায় একা থুয়ে!

আবার কবে আসবি মা গো আমার স্বপন ঘোরে
মা তোর আশায় খিল আঁটিঁ না, কভু নিদ্রাদোরে!

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা