এই তো তুমি মা

অনেক দিন হলো; তোমায় দেখিনি মা,
সেই যবে গেছ চলে,
সেই তব থেকে; তারাদের দিকে তাকিয়ে,
চোখের কোলে অশ্রু ঝরে মা ।
ভাবি এই তো তুমি মা,
আকাশের বুকে হয়ে কোনো তারা।
আমায় ভরা কাতর চোখে
চোখের পরশ বুলিয়ে দিচ্ছ তুমি মা।
আজ অনেক দিন হলো মা,
তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাইনি মা।
যখন নিঃসঙ্গতার আড়ালে,
কেঁদে কেঁদে শ্রান্ত হয়ে,
ঘুমিয়ে পড়ি মাটির কোলে,
তখন মনে হয়; মনে হয় আমার,
এই তো মা তোমার কোলেই মাথা রেখে,
ঘুমিয়ে পড়েছি দেখো; এই তো তুমি মা।
মা তোমার চোখের কড়া নালিশ,
কাছে ডেকে আমায়; হাঁটু গেড়ে বসে,
শান্ত মনে বুকে টেনে তোমার সালিস,
এখনো খুব মনে পড়ে মা।
কারণে–অকারণে চোখের কোণের জলে,
এলো চুলে বাতাসের স্পর্শে,
তোমাকেই মনে পড়ে মা।
মা তোমাকে মনে পড়ে।
হয়তো তুমি মা কোনো এক রাতের তারা,
নয়তোবা হয়ে কোনো বাতাসের ছোঁয়া,
ঘুমের মাঝে স্বপন ভিড়ে বলি,
এই তো তুমি মা; এই তো তুমি।

গ্রাম-বাহারপুর, পোঃ সাধুর বাজার
কাহারোল, জেলা-দিনাজপুর