মায়ের জন্য কবিতা

মায়ের জন্য কবিতা লিখব
এমন কোনো কথা কখনো ভাবিনি; ইতিহাসের পাতায়
লেখা হবে এমন কোনো কবিতা—তা–ও ভাবিনি।
মায়ের সমস্ত ভালোবাসা ঘর ছেড়েছে সেই কবেই—
ঝড়ের প্রবল আঘাতে যতটা ঘর ছাড়ে পাখিরা।
মায়ের দেখানো প্রতিটি সকালকে
আমার স্বর্গের মতো লেগেছে। শৈশবের সেই স্মৃতি
ফুরোতে ফুরোতে মাকে নিয়ে ভাবা হয়নি।
মায়ের বোনা নকশিকাঁথায় তরতাজা গাছগাছালি
আর পাখি দেখে কবিতা লিখেছিলাম; অথচ—
মাকে নিয়ে কবিতা লেখার কথা ভাবতেই পারিনি;
আমার তো এমন কিছু দেবার কথা ছিল না।
আমাকে আরেকটু ভাবতে দাও বন্ধু...
মায়ের জন্য কবিতা লিখব
এমন কোনো কথা কখনো ভাবিনি!

জামালপুর বন্ধুসভা