এক সুতোয় বেঁধে রাখা চাই

বন্ধুদের মেলা বসেছিল ১৩ মে। এত দিন কোথায় ছিলেন ...? কী করেইবা জড়ো হয়ে গেলেন সেদিন। কত দিন পর দেখা কতজনের সঙ্গে। কারও কারও সঙ্গে দেখা ৯–১০ দশ বছর পরে। ছড়িয়ে–ছিটিয়ে থাকা বন্ধুরা জড়ো হয়েছিলেন বিকেলে সিএ ভবনের পঞ্চম তলায় (কারওয়ান বাজারে)।
বন্ধু কী খবর বল...। পুরোনো দিনের সেই চেনা মুখ দেখেই পরস্পরকে আবেগে জড়িয়ে ধরছেন বন্ধুরা। উপস্থিত বন্ধুদের প্রায় সবাই স্বীকার করছেন, এমন মিলনমেলা বারবার দরকার। তাহলে বন্ধুদের মধ্যে যোগাযোগ এবং বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

মিলনমেলার ছবি দেখে ঢাকার বাইরের অনেক বন্ধুসভা এমন আয়োজন করবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। আমরা দেশের সব বন্ধুসভার বন্ধুদের বলি, এমন আয়োজন সব বন্ধুসভায় হোক। সব বন্ধুকে আমরা ভালোবাসায় এক সুতোয় বেঁধে রাখতে চাই।

দন্ত্যস রওশন
১৪.০৫.২০১৯