হয়তো আমি এমনি

এই বুঝি ছুঁয়ে দিলে দুহাত
মনে হয় মোহনা ছিঁড়ে ছুটে গেলে তুমি গঙ্গা-পদ্মায়
আর আমি বিজলিসমেত যমদূতের দরজায়
তুমিহীন এমনি হয়
আমার মতো শরৎবাবুর
গলিতে চলা ছুঁচোর মরণেও আঁতকে যাই এই আমি
আর তুমি তো বয়ে চলা জীবনের সাতসমুদ্দুর
পাঁজরের হাড়
এখন তোমার স্পর্শের কথা ভেবে কেটে যায় সময়
হয়তো আমি এমনি!

রংপুর