অচেনা পাখি

মনের নীড়ে নীড় বেঁধেছে
অচেনা এক পাখি
কেমনে শিকল দেব পায়ে
কাজল কালো আঁখি ।
মনটি তাহার অতি কোমল,
দেয় যদি কেউ ফাঁকি !
মনকাননে তারে তবে
কেমনে পুষে রাখি ?
চেহারা তাহার শ্যামবর্ণের
সে যে শ্যামা পাখি,
প্রেমকাননে তুমি মালি
জুড়ায় আমার আঁখি।
তোমার সুখে সুখী আমি
তোমার দুঃখে কাঁদি
তোমার পরশে থাকব বেঁচে
মনটি দাও যদি !
বাসা বুনব নীড় বাঁধিব
ছোট্ট আশা মনে
তুমি আমার শ্যামা পাখি
পড়ে মনে ক্ষণে ক্ষণে,
তোমায় নিয়ে সুখের ঘর
বাঁধিব এক জীবনে ।