রঙিন জামা রঙিন হাসি

রঙিন জামা রঙিন হাসি।
রঙিন জামা রঙিন হাসি।


ঈদ সামনে রেখে ১৭ মে শুক্রবার বিকেল চারটায় ময়মনসিংহ বন্ধুসভা ১১৭টি দুস্থ ও অবহেলিত শিশুর মধ্যে রঙিন জামা বিতরণ করে।
বন্ধুরা ১১ মে অর্ধদিবস পর্যন্ত ঘুরে ময়মনসিংহ রেলওয়ে কলোনি থেকে ২৭টি অবহেলিত শিশুর বয়সসহ নামের তালিকা করেন।
১২ মে দুপুর ১২ থেকে বিকেল ৪টা পর্যন্ত দিবা সরকার, তুষার, সাদমান সাকিব ও জাহাঙ্গীর আলম চার ঘণ্টা ঘুরে ব্রহ্মপুত্র ব্রিজ মোড় কলোনি থেকে ৩০টি পথশিশুর নাম লিপিবদ্ধ করেন।
১৩ মে বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত তৌকির ইসলাম, মাহবুব আলম ও দিবা সরকার নতুন বাজার রেলক্রসিং-সংলগ্ন হরিজনপল্লি থেকে ১৫টি মা-বাবাহারা স্বজনদের কাছে পালিত শিশু ও ৩০টি অবহেলিত পথশিশুর নাম লিপিবদ্ধ করেন।
১৪ মে সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে বলাশপুর থেকে বাসা বা বিভিন্ন দোকানে কাজ করে, এ রকম ১৫টি শিশুর নাম লিপিবদ্ধ করেন।
এভাবেই ময়মনসিংহের বিভিন্ন জায়গা থেকে ৩-১২ বছর পর্যন্ত বয়সের ১১৭টি শিশুর নাম-বয়সসহ তালিকাভুক্ত করা হয়।
১৬ মে সন্ধ্যার পর দিবা সরকার, সাদমান সাকিব ও জাহাঙ্গীর আলম ২৭টি শিশুর জামা ক্রয় করেন।
১৭ মে বাশার, মামুন, শামীম, সনি, দিবা, তৌকীর ও তুষার মিলে বাকি ৯০টি শিশুর জামা ক্রয় করেন। এ সময় তৌকিরের বোন নাসরীন বিনতে ইসলাম জামা ক্রয়ে সহযোগিতা করেন।
জামা ক্রয় শেষে বন্ধু দিবা সরকার, শামীম ও বাশার রাত একটা পর্যন্ত বাশারের বাসায় শিশুদের বয়স অনুযায়ী প্যাকেট করার মাধ্যমে জামা বিতরণের জন্য প্রস্তুত করেন। প্রস্তুতকাজে বাশারের ভাবি সহযোগিতা করেন।
বন্ধুদের নিজেদের অর্থায়নেই জামা ক্রয় করা হয়। তবে কিছুটা আর্থিক সহযোগিতা করেন বন্ধুসভার উপদেষ্টা ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দীন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম আজিজুর রহমান আজাদ, ময়মনসিংহ চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডক্টর কে ডি চক্রবর্তী, আমেরিকাপ্রবাসী নায়লা হুদা, আহাদ মো. সাঈদ হায়দার ও প্রথম আলো ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ।

রঙিন জামা রঙিন হাসি।
রঙিন জামা রঙিন হাসি।


বন্ধু শাহিদা সনি একটি স্কুলে চাকরি করেন। তাঁর বেতনের কিছু টাকা দিয়ে জামা ক্রয়ে সহযোগিতা করেন তিনি।
বন্ধু সাদমান সাকিব তাঁর কেনাকাটার টাকা থেকে বড় একটি অংশ দিয়ে জামা বিতরণে অংশগ্রহণ করেন।
জামা বিতরণের সময় ময়মনসিংহ বন্ধুসভার প্রায় ৬০ জন বন্ধু উপস্থিত ছিলেন। সবাই আর্থিকভাবে জামা বিতরণে অংশগ্রহণ করেন।
অবহেলিত ও দুস্থ শিশুদের রঙিন জামা ও ইফতার বিতরণ শেষে বন্ধুরা সবাই একসঙ্গে ইফতার করেন।

সভাপতি
ময়মনসিংহ বন্ধুসভা