বন্ধু অদিতির গান সাধনা

বন্ধু অদিতি
বন্ধু অদিতি


বন্ধুসভার বন্ধু অদিতি রায়। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। তালিম নেন রবীন্দ্র, নজরুল ও শাস্ত্রীয়সংগীত বিষয়ে। সংগীতে হাতেখড়ি মায়ের কাছেই। বাবা–মায়ের অণুপ্রেরণায় পরবর্তীকালে প্রয়াত অজিত রায়, ওস্তাদ ইয়াকুব আলী খান, ইসরাত বীথিসহ সংগীতবিশারদদের কাছ থেকে তালিম নেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করেছেন অদিতি। কাজ করছেন একটি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। গান তাঁর কাছে আত্মতৃপ্তির একটা বড় উৎস। তাই অনেক দিনের ইচ্ছের বহিঃপ্রকাশ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুখহীন নিশিদিন পরাধীন হয়ে’- গানটি দিয়ে। গানটি শোনা যাবে তাঁর ইউটিউব চ্যানেলে।
লিঙ্ক– http://bit.do/eSQX4