রংপুরসভার 'একটি করে রঙিন জামা' বিতরণ


৬ বছরের শিশু আকাশ। সবার মতো সেও মায়ের হাত ধরে নতুন জামা নিতে এসেছে। আকাশের চোখেমুখে বাঁধভাঙা আনন্দ। আকাশ জানায়, এর আগে ঈদে সে কখনো নতুন জামা পায়নি, আজ তার খুব ভালো লাগছে। ২২ মে বুধবার রংপুর বন্ধুসভার বন্ধুরা অসহায় ও দুস্থ শিশুদের মধ্যে ১৬০টি রঙিন জামা বিতরণ করেন। বন্ধুদের নিজস্ব অর্থায়নে রংপুর শহরের অদূরে মাহিগঞ্জে ‘একটি করে রঙিন জামা’ বিতরণ করা হয়।

রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ
রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ

বেলা তিনটা, কড়কড়ে রোদ। রংপুর বন্ধুসভার ২১ জন বন্ধু মাহিগঞ্জে পৌঁছে যান। একজন একজন করে জড়ো হয়ে যায় একঝাঁক শিশু। সঙ্গে তাদের অভিভাবকেরাও উপস্থিত হন। শিশুদের উৎসুক চোখেমুখে তৃপ্তির হাসি। তাদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা মিশে যান। ছোট ছোট ছেলেমেয়েরা বন্ধুদের সঙ্গে তাদের নিজেদের অনুভূতি প্রকাশ করে।

রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ
রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ

পুরো সময় জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রঙিন জামা বিতরণের সময় ছোট ছোট ছেলেমেয়েদের মুখের হাসি ছড়িয়ে পড়ে বন্ধুসভার বন্ধুদের মধ্যে। স্বতঃস্ফূর্ত আনন্দ–উল্লাসে সবার মধ্যে ঈদের আমেজ নেমে আসে। 

রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ
রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ

রঙিন জামা বিতরণের সময় বন্ধুসভার যেসব বন্ধু উপস্থিত ছিলেন তাঁরা হলেন সুদীপ্ত কুমার সাহা, আরিফ হাসান শুভ, হুসাইন আল মামুন, জাহিদ ফেরদৌস, জাহিদ হাসান নূর, ফিরোজ সোহেল, অপূর্ব কৃষ্ণ রায়, মমিনুল ইসলাম, ইশতিয়াক আবেদীন, নিফরাত তাসনীম নিঝুম, আয়েশা সিদ্দিকা কৃতি, জি এ টুটুল, রাজিয়া সুলতানা শাম্মী, তাহমিন রেজা মোহনা, নকিবুর রহমান, ফজলে রাব্বি, রওনক জাহান খুশি, তারিন আক্তার, মেসবাহুল হুসাইন, আবদুল কাদের ও সায়মা আক্তার।

রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ
রংপুরসভার ‘একটি করে রঙিন জামা’ বিতরণ



সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা