রাবি বন্ধুসভার পাঠচক্র

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। বিষয় ছিল, মানিক বন্দ্যোপধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝি।

রাবি বন্ধুসভার পাঠচক্র
রাবি বন্ধুসভার পাঠচক্র


এতে উপস্থিত ছিলেন উপসাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, পাঠচক্র সম্পাদক সাদমান সাকিব নিলয়, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তারিফ হাসান মেহেদী, ত্রাণবিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, সাহিত্য সম্পাদক ইমরান আজিম, প্রচার সম্পাদক মোহাম্মদ রাসেল, যোগাযোগ সম্পাদক তাসনীম হোসেন, পাঠাগার সম্পাদক আশিকুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক রিদম শাহরিয়ার, বিনীতা বিশ্বাস, নিশাত আনজুম, মীনা আক্তার, সুরাইয়া ইয়াসমিন, জুয়েল পল, জুঁই, আল আমিন, তূর্যসহ আরো অনেকেই।

রাবি বন্ধুসভার পাঠচক্র
রাবি বন্ধুসভার পাঠচক্র


বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম রকির সভাপতিত্বে পাঠচক্র অনুষ্ঠানে বক্তারা পদ্মা নদীর মাঝি উপন্যাসের বিষয়বস্তু তুলে ধরে নানা দিক নিয়ে আলোচনা করেন। এর ভালো দিক, মন্দ দিক নিয়ে বিচার–বিশ্লেষণ করেন। এ উপন্যাসের ওপর আলোচনা করে সেরা আলোচক নির্বাচিত হন বন্ধসভার বন্ধু বিনীতা বিশ্বাস ও আল আমীন। তাঁদেরকে প্রথম আলো বন্ধুসভা থেকে প্রকাশ হওয়া ম্যাগাজিন তারুণ্য উপহার দেয়া হয়।

রাবি বন্ধুসভার পাঠচক্র
রাবি বন্ধুসভার পাঠচক্র


সঞ্চালনায় ছিলেন পাঠচক্রবিষয়ক সম্পাদক সাদমান সাকিব নিলয়। উল্লেখ্য, রাবি প্রথম আলো বন্ধুসভা প্রতি মাসেই পাঠচক্র করে থাকে।