আবারও সেরা ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা

আবারও সেরা ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা
আবারও সেরা ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা


গত পয়লা বৈশাখে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাসের ডিএসএর তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল বর্ষবরণ উৎসব। স্থায়ী ক্যাম্পাসের অন্যান্য ক্লাবের সঙ্গে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভারও। বৈশাখী অনুষ্ঠানে বন্ধুসভার স্টলটি ছিল গ্রামীণ কুঁড়েঘরের আদলে। স্টলে রাখা হয় মেলায় পাওয়া যাওয়া বিভিন্ন সামগ্রী। বৈশাখ উপলক্ষে প্রকাশ করা হয় ‘বৈশাখে বন্ধুতা’ নামে বিশেষ দেয়ালিকার। সঙ্গে ছিল মঙ্গল শোভাযাত্রাও। সবচেয়ে বড় ও ভিন্নধর্মী আয়োজনে ছিল ‘আমি বাংলায় কথা কই’ নামের শুদ্ধ বাংলায় উপস্থিত বক্তৃতা। আয়োজনে ছিল গ্রামীণ কিছু খেলার প্রতিযোগিতাও।

আবারও সেরা ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা
আবারও সেরা ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা


এমন আয়োজনে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা সবার প্রশংসা পায়। সেই বর্ষবরণ অনুষ্ঠানের সেরা ক্লাব ঘোষণা করা হয় ২৩ মে সেরা ক্লাবের পুরস্কার লাভ করে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা। পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি প্রশংসা পত্র ও একটি কামিনীগাছ। এর আগেও ডিআইইউ ক্লাব কার্নিভালে সেরা হয়েছিল ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা।

পুরস্কার তুলে দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ব্যান্ড আরবোভাইরাসের ড্রামার নাফিস আল আমিন এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলজিব কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সজল আহমেদ। অনুষ্ঠানটি ক্যামেরাবন্দী করেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস ফটোগ্রাফিক সোসাইটি।