পাবনায় নতুন জামায় রঙিন হাসি

পাবনায় নতুন জামায় রঙিন হাসি
পাবনায় নতুন জামায় রঙিন হাসি


নাজমুল হোসেন শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ার চালিয়ে এসেছিল নতুন জামা নিতে। বন্ধুদের হাত থেকে রঙিন জামা পেয়ে গালভরা হাসি ফুটেছিল তার মুখে। লাকি খাতুনের বয়স ১২ বছর। বাবা নেই মেয়েটির। মায়ের রোজগারে সংসার চলে। তাই নতুন জামার শখ অপূর্ণ ছিল দীর্ঘদিন। নতুন জামা পেয়ে সেও বেজায় খুশি।

তবে শুধু নাজমুল ও লাকি নয়, পাবনা বন্ধুসভার উদ্যোগে গত শনিবার বিকেলে জেলা শহরের এমন ৫২ জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়েছে। প্রথম আলোর পাবনা আঞ্চলিক কার্যালয় থেকে শিশুদের হাতে জামাগুলো তুলে দেওয়া হয়। নতুন জামা পেয়ে রঙিন হাসি হাসে শিশুরা।

পাবনায় নতুন জামায় রঙিন হাসি
পাবনায় নতুন জামায় রঙিন হাসি


অনুষ্ঠানে পাবনা বন্ধুসভার উপদেষ্টা আবদুল খালেক, শামসুন্নাহার বর্ণা, রাম দুলাল ভৌমিক, সভাপতি জুয়েল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যোগাযোগ সম্পাদক নাহিদুজ্জামান, অনুষ্ঠান সম্পাদক রিকসিয়া লাবন্য, সমাজকল্যাণ সম্পাদক বর্ষা, দপ্তর সম্পাদক আমির হামজাসহ ৪০ জন বন্ধু উপস্থিত ছিলেন।

নতুন জামা পাওয়া শিশুদের মধ্যে অধিকাংশই পথশিশু হিসেবে পরিচিত। তাদের বয়স ছিল ৬ থেকে ১২ বছরের মধ্যে। নতুন জামা পেয়ে আনন্দে উদ্বেলিত হয় তারা। রঙিন হাসিতে মুখর হয়ে ওঠে পুরো কার্যালয়।