ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে সিলেট বন্ধুসভা

ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে সিলেট বন্ধুসভা
ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে সিলেট বন্ধুসভা


কর্মসূচির নাম ‘একটি করে রঙিন জামা’। কর্মসূচিটির নাম শুনলেই যেন এক অন্য রকম ভালোলাগা-ভালোবাসা কাজ করে। নামের সঙ্গে কাজও দারুণ। সমাজের অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে বন্ধুসভার বন্ধুদের অর্থায়নে কর্মসূচিটি পালিত হচ্ছে। বন্ধুসভার বেশির ভাগ সদস্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। শিক্ষার্থীদের হাতে খুব বেশি পরিমাণে টাকাপয়সা থাকে না। তবুও তাঁরা নিজেদের টাকায় যতটুকু সম্ভব অসহায় শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। ঈদে এ যেন এক বাড়তি সুখ, বাড়তি তৃপ্তি নিয়ে আসছে।

তৃতীয়বারের মতো সারা দেশব্যাপী প্রথম আলো বন্ধুসভার ‘একটি করে রঙিন জামা’ কর্মসূচি চলছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে সারা দেশের ১২৮টি বন্ধুসভা এ আয়োজনে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে। গত দুই বছর সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে বন্ধুসভার প্রত্যেক বন্ধু অন্তত একটি করে রঙিন জামা উপহার দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবারও তাই হচ্ছে। সপ্তাহখানেক আগ থেকেই সারা দেশে নতুন জামা বিতরণ চলছে। হয়তো ঈদের আগের দিন পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। অন্যান্য বন্ধুসভার ন্যায় সিলেট বন্ধুসভাও এ আয়োজনে অংশ নিয়েছে৷ ২৫ মে বিকেল চারটায় সিলেট নগরের তারাপুর চা–বাগান এলাকায় প্রথম দিনের মতো শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হয়েছে। বিভিন্ন বয়সী শিশুদের হাতে প্রথম দিন জামা তুলে দেওয়া হয়। ধারাবাহিকভাবে ঈদের আগের দিন পর্যন্ত সিলেট বন্ধুসভা শিশুদের মধ্যে জামা বিতরণ করবে।

ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে সিলেট বন্ধুসভা
ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে সিলেট বন্ধুসভা


কর্মসূচির প্রথম দিনে নগরের টুকের বাজার, নয়াবাজার, আখালিয়া ও পাঠানটুলা এলাকার শিশুদের একটি করে রঙিন জামা দেওয়া হয়। পর্যায়ক্রমে নগর ও নগরের বাইরের বিভিন্ন এলাকায় সিলেটসভার বন্ধুরা জামা বিতরণ করবেন। অনুষ্ঠানের শুরু হয় সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে তাঁর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বন্ধুসভার বন্ধু রণবীর চৌধুরী রণী এবং ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’ গানটি পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।

ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে সিলেট বন্ধুসভা
ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে সিলেট বন্ধুসভা


সিলেট বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির বলেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো আমরা এ কর্মসূচি পালন করছি। এ বছর এখন পর্যন্ত অন্তত ৫১৭টি রঙিন জামা সুবিধাবঞ্চিত শিশুদের দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু দেবাশীষ রনি, সৌরজিৎ রায়, সাকিব আহমদ মিঠু, তামান্না ইসলাম, তুষন চক্রবর্ত্তী, মেহরীন ঝুমু, পাপ্পু চৌধুরী, হুমাইরা জাকিয়া পুতুল, অসীম চন্দ্র দাস, অনিক চন্দ্র পাল, ইয়াহিয়া হোসেন, হিমাদ্রি শর্মা, রাহিদুজ্জামান রাজীব, মিহরাব আহমদ চৌধুরী, শাফায়াত হোসাইন, সুমি চৌধুরীসহ আরও অনেকেই।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা