আয়না

আয়না
আয়না

প্রাচীন তুরস্কে অবসিডিয়ান নামের একধরনের অগ্নিশিলা আয়নার মতো করে ব্যবহার করা হতো বলে দাবি করে আসছেন ইতিহাসবিদেরা। ওই অগ্নিশিলার রং ছিল কালো। চকচকে ওই অগ্নিশিলার ওপর আলো প্রতিফলিত হলে তা আয়নার মতোই ব্যবহার করা যেত। তুরস্ক তখন অবশ্য অ্যানাতোলিয়া নামে পরিচিত ছিল। প্রত্নতত্ত্ববিদেরা তুরস্কের কাতাল হুউক নামের একটা জায়গায় প্রাচীন এক নগরের সন্ধান পেলেও, অবসিডিয়ান আয়নার কোনো হদিস বের করতে পারেননি। এদিকে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে ব্রোঞ্জ নির্মিত আয়না ব্যবহূত হতো বলে জানা যায়। সাধারণত ব্রোঞ্জের সঙ্গে টিনের মিশেল ঘটিয়ে প্রতিফলনের মাত্রা বাড়িয়ে তোলা হতো। ব্রোঞ্জ আয়নার ব্যবহার ওই সময় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। আজকের দিনের কাচ-নির্মিত আয়না তুলনামূলকভাবে অনেকটাই আধুনিক উদ্ভাবন হিসেবে ধরে নেওয়া যায়।

পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল