যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ

যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ


ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বৃষ্টির বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন। মা পরিচারিকার কাজ করেন। মায়ের রোজগারে কোনো রকমে চলে তাদের সংসার। দুমুঠো ভাতের জন্যই যেখানে নিরন্তর সংগ্রাম, সেখানে ঈদে নতুন জামা কেনাটা একেবারেই অসম্ভব ছিল। সেই বৃষ্টির হাতে ঈদের আগে নতুন রঙিন জামা তুলে দিলেন প্রথম আলো যশোর বন্ধুসভার বন্ধুরা। নতুন জামা পেয়ে বৃষ্টি কি যে খুশি!

যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ


শুধু বৃষ্টি নয়, ওর মতো সুবিধাবঞ্চিত আরও ৭৬ শিশু ঈদের আগে রঙিন জামা পেয়ে আনন্দে আত্মহারা। আজ সোমবার সকালে প্রথম আলো যশোর অফিসে রঙিন জামা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ


সকাল থেকেই মায়ের হাত ধরে শিশুরা ভিড় জমাতে থাকে। পোশাকের মাপ অনুযায়ী তাদের গায়ে পরিয়ে দেওয়া হয় নতুন জামা। ঈদের আগে এই নতুন জামা পেয়ে তাদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। শিশু-কিশোরদের মুখে ফুটে ওঠে অনাবিল হাসি। নতুন জামা পাওয়া রুবা ও আজিম দুই ভাইবোনের মতো অন্য শিশুরাও ছিল অনেক উচ্ছ্বসিত।

যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ
যশোর বন্ধুসভার রঙিন জামা বিতরণ


রঙিন জামা বিতরণ অনুষ্ঠানে ছিলেন প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আনন্দ কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক লিটন সাইদুর রহমান, নাসরিন শিরিন, সাদিয়া শারমিন, আসিফ সাত্তার শচী, নুসরাত জাহান মিতু, মিম আক্তার, সুমাইয়া আক্তার, কবির চৌধুরী, প্রিয় দত্ত, চন্দন মজুমদার, ধীমান আল হামী, কাজী ইসরাত সাহেদ টিপ, অনন্যা দাস, মোস্তাফিজুর রহমান, কাজী তাহমিনা, নিতীশ বিশ্বাস, তানভীর মাহমুদ প্রমুখ

পাঠাগার সম্পাদক, যশোর বন্ধুসভা