কক্সবাজারসভার রঙিন জামা বিতরণ

কক্সবাজারসভার রঙিন জামা বিতরণ
কক্সবাজারসভার রঙিন জামা বিতরণ


ঈদের আনন্দ ভাগ করে নিতে কক্সবাজার সমুদ্র উপকূলবর্তী ফদনার ডেইল এলাকার ২৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদের জামা বিতরণ করেছে কক্সবাজার বন্ধুসভা। ২৬ মে স্থানীয় ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। বন্ধুদের কেনাকাটার বাজেটের একটি অংশ দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কক্সবাজারসভার রঙিন জামা বিতরণ
কক্সবাজারসভার রঙিন জামা বিতরণ


বন্ধুসভার সদস্যরা বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা অনেক কেনাকাটা করি, অনেক উপহার পাই। কিন্তু যারা সুবিধাবঞ্চিত, তাদের জামা দেওয়ার কেউ নেই। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।’

এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান, আরিফুর রহমান, ফারিয়াল মৌমিতা পুষ্পি, শবনম মোস্তারী রনি, শেখ লুৎফুর রহমান তুষার, তাশমিলা তাশফি, ইনজামামুল হক, শাফকাত শাহরিয়ার রশিদ, মোহাম্মদ মামুন, নেওয়াজ মোরশেদ ফিরোজ, মুরাদ মোক্তাদির তোহা, কনিকা আকতার, ফয়সাল আহমেদ, রেশমা সুলতানা, সিরাজুল করিম সিফাত, সাজ্জাদ ইকবাল প্রমুখ। সভাপতি, কক্সবাজার বন্ধুসভা